Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

মেসির সাথে খেললেও জিতব: মুসা

"এই খেলায় যে কোনো কিছু হতে পারে। আমার মনে হয় এবারও আমি ২টি গোল করব"

আপডেট : ২৩ জুন ২০১৮, ০১:২০ পিএম

আইসল্যান্ডের সাথে ম্যাচে একাই ২টি গোল করেন মুসা। মেসির সাথে খেললেও ২ গোল করবেন বলে কথা দিলেন নাইজেরিয়ার এই স্ট্রাইকার। 

লেইসেস্টার সিটিতে খেলা এই স্ট্রাইকার দু’টি বিশ্বকাপে অংশগ্রহণকারী সর্বোচ্চ গোলদাতা প্রথম নাইজেরিয় ফুটবলার। আইসল্যান্ডের সাথে অতিগুরুত্বপূর্ণ এই ম্যাচে সুপার ঈগলরা জয়ের মাধ্যমে প্রথম রাউন্ডে তাদের অবস্থান শক্ত করে নিল। 

তবে এখনও তাদের ভাগ্য নির্ভত করছে আর্জেন্টিনার সাথে ম্যাচের ওপর।

মুসা এই ম্যাচ সম্পর্কে বললেন, “আমার মনে হয় আর্জেন্টিনার বিপক্ষে খেলা তত বেশি কঠিন হবে না। এই ম্যাচের গুরুত্ব কতটা আমরা জানি। এটা হচ্ছে ‘ডু অর ডাই’।”

মুসা বলেন, “আমার মনে আছে ৪ বছর আগে যখন ব্রাজিলে আমি মেসির বিপক্ষে আমি খেলেছিলাম। আমি ওই ম্যাচে ২টি গোল করেছিলাম। আর যখন আমি লেইসেস্টারে যোগ দিলাম এবং বার্সেলোনার বিপক্ষে খেলি, তখনও মাঠে মেসি ছিল এবং আমি আবারও ২টি গোল করেছিলাম।”

“অতএব এই খেলায় যে কোনো কিছু হতে পারে। আমার মনে হয় এবারও আমি ২টি গোল করব”, হেসে বলেন এই স্ট্রাইকার।

আর্জেন্টিনার সাথে এই ম্যাচে ড্র করলে তা নাইজেরিয়ার জন্য যথেষ্ট, তবে সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার সাথে আইসল্যান্ডের খেলার ফলাফলের ওপর তাদেরকে নির্ভর করতে হবে। 

   

About

Popular Links

x