Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

সৌদি কোচ: রোলস-রয়েস গাড়ি উপহার পাওয়ার খবর সত্য নয়

সৌদি কোচ হার্ভে রেনার্ড  জানান, এই খবর সত্য নয়। এখন কিছু পাওয়ার সময় নয়

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৫:২০ পিএম

গত ২২ নভেম্বর কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সৌদি আরব ও আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে সৌদি আরব।

ঐতিহাসিক এ জয়ের আনন্দে ২৩ নভেম্বর সৌদি আরবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই ছুটির প্রস্তাব দিলে তা অনুমোদন দেন বাদশা সালমান।

পরে শোনা যায়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান জাতীয় ফুটবল দলের সদস্যদের যুক্তরাজ্যের বিশ্বখ্যাত রোলস-রয়েস ব্র্যান্ডের গাড়ি উপহার দেবেন। 

তবে সৌদি কোচ হার্ভে রেনার্ড বলেন, “এই খবর সত্য নয়। এখন কিছু পাওয়ার সময় নয়।”

কাতারে হার্ভে রেনার্ডের কাছে এই খবরের সত্যতা সম্পর্কে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি এমন মন্তব্য করেন। নিউইয়র্ক পোস্টের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, রেনার্ড বলেছেন, “আমাদের অত্যন্ত কার্যকরী ফেডারেশন এবং ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে। এই মুহূর্তে কিছু পাওয়ার সময় নয়। আমরা শুধু খেলায় মনোযোগ দিয়েছি। এখন এটিই গুরুত্বপূর্ণ।”

সৌদির কাছে লিওনেল মেসিদের এই পরাজয়কে অনেকে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে অভিহিত করেন। 

তবে, সৌদি কোচ বলছেন, তারা গুরুত্বপূর্ণ দল বিবেচনায় খেলে যাচ্ছেন। সক্ষমতা প্রমাণ করাই একমাত্র লক্ষ্য তাদের।

   

About

Popular Links

x