Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

মেসি-আলভারেজের দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা

বিশ্বকাপের গোলে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন মেসি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০২:৩৬ এএম

বিশ্বকাপের নকআউটে প্রথমবারের মতো গোল পেলেন লিওনেল মেসি। ৩৫তম মিনিটে দ্য ম্যাজিশিয়ানের বাঁ পায়ের শটে অস্ট্রেলিয়ার জাল খুঁজে নেয় বল।

দ্বিতীয়ার্ধের শুরুতে হুলিয়ান আলভারেজের পা থেকে অস্ট্রেলিয়ার  বিপক্ষে আসে দ্বিতীয় গোল।

ক্লাব ও জাতীয় দলের জার্সিতে এটি মেসির ১০০০তম ম্যাচ। গোল করেছেন ৭৮৯টি। আর জাতীয় দলে গোল ৯৪টি। বিশ্বকাপের নকআউট পর্বে এটি তার প্রথম গোল।

এর সুবাদে বিশ্বকাপের গোলে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন মেসি।

বিশ্বকাপে ২১ ম্যাচে ৮ গোল করেন ম্যারাডোনা। ২৩ ম্যাচে এখন মেসির গোল ৯টি।

এছাড়া এর আগে বিশ্বকাপে মেসি ৮ গোল করলেও তার একটিও নকআউট পর্বে ছিল না। সবগুলোই করেছেন বিশ্বকাপের গ্রুপ পর্বে। তবে বিশ্বকাপের নকআউটে গোল না পেলেও সহায়তা করেছিলেন ৪টিতে।

মেসির গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আর্জেন্টিনা।

এ অর্ধে মাত্র দুটি শট নিতে পেরেছে আলবিসেলেস্তেরা। মেসির নেওয়া অনটার্গেটে একমাত্র শটেই গোল। অন্যদিকে রক্ষণাত্মক কৌশলে খেলা অস্ট্রেলিয়া একটি শট নিয়েছে পোস্টের বাইরে।

৫৭তম মিনিটে অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাট রায়ানের ভুলে সুযোগ কাজে লাগান আলভারেজ। গত ম্যাচেও একটি গোল করেন আর্জেন্টিনার নাম্বার নাইন খেলোয়াড়।

About

Popular Links