Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের

সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১২:২৪ পিএম

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বুধবার (৭ ডিসেম্বর) শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে এ সিদ্ধান্ত নেন দলের অধিনায়ক লিটন দাস।

সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে দ্বিতীয় ওয়ানডে জিততে চায় বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এসেছেন তরুণ ডানহাতি ফাস্ট বোলার হাসান মাহমুদের জায়গায়।

অন্যদিকে ভারতে দুটি পরিবর্তন হয়েছে। শাহবাজ আহমেদের জায়গায় অক্ষর প্যাটেল ও কুলদীপ সেনের জায়গায় উমরান মালিক খেলছেন।

ডানহাতি ফাস্ট বোলার কুলদীপ প্রথম ওডিআইয়ের পরে পিঠে চোট পাওয়ার কথা জানিয়েছিলেন। বিসিসিআই মেডিকেল টিম তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে।

সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমেছিল ভারত। ৪১.২ ওভারে ১৮৬ রান করে দলটি। ৭৩ রান করেন লোকেশ রাহুল। সেই ম্যাচে ৫ উইকেট নেন সাকিব আল হাসান। ৪ উইকেট নিয়েছিলেন ইবাদত হোসেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪ ওভার ও ১ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। খাদের কিনার থেকে ৩৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ:  নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (ক্যাপ্টেন), আনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।

ভারত:  রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।

About

Popular Links