Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘নতুন কিছুর খোঁজে’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মুরালি বিজয়

‘বিশ্ব ক্রিকেটে নতুন সুযোগ ও এর ব্যবসায়িক দিকের’ খোঁজ করার জন্য তিনি এ সিদ্ধান্ত নেন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৭:৩৪ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভারতের ৩৮ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার মুরালি বিজয়।

“বিশ্ব ক্রিকেটে নতুন সুযোগ ও এর ব্যবসায়িক দিকের” খোঁজ করার জন্য তিনি এ সিদ্ধান্ত নেন।

ভারতের হয়ে তিনি ৬১টি টেস্ট, ১৭টি ওয়ানডে এবং নয়টি টি-২০ খেলেছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এক বিবৃতিতে মুরালি বিজয় বলেন, “কৃতজ্ঞতা ও নম্রতার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছি। ক্রিকেটে ২০০২-২০১৮ পর্যন্ত সময় আমার জীবনের সেরা সময়। শীর্ষ পর্যায়ে ভারতের হয়ে খেলা আমার জন্য সম্মানের। আমাকে সুযোগ দেওয়ায় বিসিসিআই, তামিল নাডু ও চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ।”

জাতীয় দলকে বিদায় বললেও ক্রিকেট ক্যারিয়ারে নতুন অধ্যায়ের শুরু করবেন বলে জানিয়ে তিনি লিখেন, “আমি উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি যে, বিশ্ব ক্রিকেটে খেলার নতুন সুযোগ খুঁজতে ও নতুন ক্রিকেট বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত হতে চাই। নতুন এবং ভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিতে পছন্দ করবো।”

২০০৮ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর ৬১ টেস্ট, ১৭ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলেন বিজয়।

২০০৮-০৯ বোর্ডার গাভাস্কার ট্রফিতে নাগপুরে অনুষ্ঠিত শেষ আটে গৌতম গম্ভীরের বদলে ভারতের একাদশে সুযোগ পান তিনি।

সবশেষ তিনি ভারতের জার্সি পরেন ২০১৮ সালের ডিসেম্বরে পার্থ টেস্টে।

তামিলনাড়ুর হয়ে প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেট খেলেছেন ২০১৯ সালের শেষ দিকে। আর ২০২০ সালের সেপ্টেম্বরে আইপিএলে শেষবার পেশাদার ক্রিকেট খেলেন তিনি।

About

Popular Links