Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

এশিয়ান ইনডোরে সোনা জিতে ইমরানুরের ইতিহাস

ইমরানুর ফাইনালে সময় নিয়েছেন ক্যারিয়ার সেরা ৬.৫৯ সেকেন্ড

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১ পিএম

ইতিহাস গড়ে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন বাংলাদেশের দ্রুততম মানব লন্ডনপ্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে কাজাখস্তানে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে হিটে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি।

হিটে সময় নেন ৬.৭০ সেকেন্ড; যদিও তখন পর্যন্ত তাঁর ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড।

২০২২ সালে বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেন ইমরানুর।

সন্ধ্যায় সেমিতে সময় নেন ৬.৬১ সেকেন্ড। ভাঙেন তার আগের রেকর্ড। এরপর রাতে ফাইনালে সময় নিয়েছেন ক্যারিয়ার সেরা ৬.৫৯ সেকেন্ড।

কাজাখস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব বলেছিলেন, এশিয়ার ইনডোরে ইমরানুরের পদক পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিযোগিতায় অন্য অ্যাথলেটদের সঙ্গে তুলনায় ইমরানুরের টাইমিং তৃতীয় সেরা। এখন একটি স্বপ্ন নিয়েই বাংলাদেশ অংশ নেবে এই ইভেন্টে। সেটি পদকজয় আর সে লক্ষ্য পূরণের পথেই আছে ইমরানুর।

এর আগের দিন মেয়েদের বিভাগে বাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে বিদায় নেন ৭.৯৩ সেকেন্ড সময় নিয়ে। অবশ্য বাংলাদেশের দ্রুততম মানবী টাইমিংয়ে উন্নতি করেছেন। আগে এই ইভেন্টে ৮.৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করার রেকর্ড আছে।

   

About

Popular Links

x