টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অধিনায়ক বদলেছে আয়ারল্যান্ড। এতে নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে বিশ্রামে পাঠিয়ে নেতৃত্বে আনা হয়েছে পল স্টার্লিংকে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আইরিশ গণমাধ্যম বেলফাস্ট টেলিগ্রাফ।
ওয়ানডে সিরিজে ফর্মে ছিলেন না বালবির্নি। দুই ইনিংসে ৩০ বল খেলে করেন ৫ ও ৬ রান। তবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচে নেতৃত্বে ফিরবেন তিনি।
শনিবার দলের অনুশীলন সেশনেও ছিলেন না বালবির্নি। তার অনুপস্থিতিতে স্টার্লিংয়ের পাশে অনুশীলন করতে দেখা যায় রস অ্যাডায়ারকে। সম্ভবত এই ব্যাটারকেই একাদশে দেখা যাবে।
আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে আয়ারল্যান্ড দল। গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৬ এপ্রিল। একই মাঠে পরের ম্যাচ ২৪ এপ্রিল।
এরপর ইংল্যান্ডের চেমসফোর্ডে মে মাসের ৯ তারিখ থেকে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের সিরিজ খেলবে আইরিশরা।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেজ, টম মায়েস, ফিওন হ্যান্ড, হ্যারি টেক্টর, লর্কান টাকার (সহ-অধিনায়ক), বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।