পায়ের পেশিতে চোটের জেরে লম্বা সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন সুইডিশ তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ।
শনিবার (২৯ এপ্রিল) তার চোটের কথা জানিয়েছে এসি মিলান।
ঠিক কত দিনের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন তা নিশ্চিত করে বলতে পারেনি মিলান।
এ চোটের কারণে জুনের প্রথম সপ্তাহে শেষ হতে যাওয়া এ মৌসুমে আর মাঠে নাও দেখা যেতে পারে অভিজ্ঞ এই স্ট্রাইকারকে।
গত সপ্তাহে লেকের বিপক্ষে মিলানের ২-০ গোলে জয়ের আগে অনুশীলনের সময় ইব্রাহিমোভিচ চোট পেয়েছিলেন।
ইতালীয় ফুটবলের শীর্ষে মিলানের পুনরুত্থানের মূল ব্যক্তিত্ব ছিলেন ইব্রাহিমোভিচ। তবে তাকে দলে খুব কম সময়ই দেখা গেছে।
মে মাসে তার বাম হাঁটুতে অস্ত্রোপচারের পর ফেব্রুয়ারিতে ফিরে আসেন।
৪১ বছর বয়সী ইব্রাহিমোভিচ পুরো মৌসুমে মিলানের হয়ে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন। মার্চ মাসে উডিনেসে ৩-১ ব্যবধান জয়ে তিনি সেরি-আ ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলদাতা হয়েছিলেন।