খেলার ধরণে পরিবর্তন বাংলাদেশকে আরও আক্রমণাত্মক করে তুলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল দলের ফরোয়ার্ড রাকিব হোসেন। আর এজন্যই দলের জয় সহজ হয়েছে বলেও জানান তিনি।
রবিবার (২৫ জুন) ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরভা স্টেডিয়ামে সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ-২০২৩ মালদ্বীপের বিরুদ্ধে আধিপত্যবাদী জয়ের পরে তিনি এমন মন্তব্য করেন।
ম্যাচের পর রাকিব বলেন, “আগে আমরা লম্বা বল নিয়ে খেলতাম কিন্তু এখন আমরা বেশি পাসিং এবং বিল্ড আপ করছি। অতীত থেকে পুরো দলই বদলে গেছে। আমরা আরও আক্রমণ করছি এবং সেজন্যই আমরা ৩-১ ব্যবধানে জিতেছি।”
ইনজুরি থেকে সেরে ওঠার পর লেবাননের বিপক্ষে খেলায় শুরু থেকে ছিলেন না রাকিব। দ্বিতীয়ার্ধে তাকে নামানো হয়।
মালদ্বীপের বিপক্ষে শুরু থেকেই কোচ হাভিয়ের কাবরেরা তাকে বাম উইংয়ে নামান। কিন্তু রাকিব আবারও ইনজুরিতে পড়ে ৬৪ তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন।
তিনি বলেন, “আমি সত্যিই দুর্দান্ত অনুভব করছি। আমার আগে আন্তর্জাতিক গোল ছিল। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপে এটাই আমার প্রথম গোল। আনন্দ দ্বিগুণ হয়েছে কারণ আমরা জিতেছি।”
গ্রুপ রাউন্ডের চূড়ান্ত ম্যাচে বাংলাদেশ বুধবার ভুটানের মুখোমুখি হবে। রাকিব ওই ম্যাচেও গতির খেলা চালিয়ে যেতে চান।
তিনি বলেন, “আমরা এই জয় উদযাপন করতে চাই না কারণ পরের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা জিততে চাই। আমাদের বাংলাদেশ সমর্থকদের আরও সমর্থন দরকার যাতে আমরা ভালো করতে পারি।”