গেল ২২ জুলাই ক্রোশিয়ার সাথে খেলতে নামার পূর্বে মেসি-পত্নি অ্যান্তোনেল্লা রোকুজ্জো ইনস্টাগ্রামে #ভামোসপাপি (অর্থাৎ #গোড্যাডি) শিরোলিপি লিখে তাদের তিন মাস বয়সী পুত্র-সন্তানের একটি ছবি পোস্ট করেন। আর্জেন্টিনা খেলা হেরে যাবার পর রাগান্বিত, ক্রুর আর্জেন্টাইন ভক্তরা সেই ছবির নিচে যাচ্ছেতাই ভাবে অপমানসূচক মন্তব্য করে।
ছবিটিতে দেখা যায় তিন মাসের ছোট্ট ছেলেটি আর্জেন্টিনার জার্সি পরে আছে। অ্যান্তোনেল্লা এইবার স্বামী লিওনেল মেসিকে সমর্থন করতে বিশ্বকাপে উপস্থিত হতে পারেননি। তাই তিনি তার স্বামী এবং তার দল আর্জেন্টিনাকে উৎসাহিত করতে ইনস্টাগ্রামকে বেছে নেন। কিন্তু খেলার ফলাফল মন-মতো না হওয়ায় আশাহত ভক্তকুল তার ইনস্টাগ্রাম পোস্টে অশোভন মন্তব্য করে।
এই ক্ষিপ্ত ভক্তকুলের একজন মন্তব্য করেন ‘পাপি ইজ অ্যা লুজার’, আর অন্য আরকজনকে ‘ আর্জেন্টিনা হারলে পাপি দ্রুতই ঘরে ফিরছে’ লিখতেও দেখা যায়।
তবে এরই মাঝে সমর্থক ভক্তদের মন্তব্যও ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ তাদের উৎসাহিত করতে সমর্থন জানিয়ে লেখেন, ‘ যাও লিও! পরিবারের জন্য খেলে দেখিয়ে দাও!’