Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

আবুধাবি স্টেডিয়ামের প্রধান কিউরেটরের মৃতদেহ উদ্ধার

আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে রবিবারের ম্যাচের পিচ তিনিই বানিয়েছেন

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৮:৪৫ পিএম

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর মোহন সিং এর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (৭ নভেম্বর) এই ভেন্যুতে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে মোহনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দেওয়া হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোহন আত্মহত্যা করতে পারেন। স্থানীয় পুলিশ বিভাগ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে রবিবারের ম্যাচের পিচ তিনিই বানিয়েছেন।

ভারতের নাগরিক মোহন এর আগে চণ্ডীগড়ে অবস্থিত মোহালি স্টেডিয়ামের সঙ্গে যুক্ত ছিলেন। 

ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রধান কিউরেটর দালজিৎ সিং বলেন, “এটা খুবই মর্মান্তিক একটি খবর। মোহন আমার খুব কাছের লোক ছিল। সে ছিল ভীষণ পরিশ্রমী, দায়িত্বশীল ও উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা।”

   

About

Popular Links

x