Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টাইন স্ট্রাইকার, ডিফেন্ডার আনছে মোহামেডান

১৭ নভেম্বর আবাহনীর বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে এই দুই আর্জেন্টাইন তারকার

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৭:১৫ পিএম

বাংলাদেশের ঘরোয়া হকিতে বিশ্বমাতানো উপমহাদেশের শীর্ষ তারকাদের খেলার ঐতিহ্য বেশ পুরোনো। আবাহনী–মোহামেডানের মতো ক্লাবগুলোর হয়ে অতীতে খেলে গেছেন শাহবাজ আহমেদ, ধনরাজ পিল্লাই, তাহির জামানদের মতো বড় বড় তারকারা। তবে বিদেশি খেলোয়াড়দের তালিকায় এর আগে যুক্ত হয়নি উপমহাদেশের বাইরের খেলোয়াড়দের নাম। 

তবে, এবরাই প্রথম ঘটতে যাচ্ছে সেই ঘটনা। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা জাতীয় দলের দুই তারকাকে দলে ভেরাচ্ছে মোহামেডান। এ মুহূর্তে বিশ্ব হকির দুই সেরা খেলোয়াড় ডিফেন্ডার গঞ্জালো পেইলাত আর স্ট্রাইকার হোয়াকিম মেনেনি আসছেন বাংলাদেশের ক্লাবটির হয়ে।

পেইলাত বর্তমানে জার্মানিতে লিগ খেলছেন । আর নেদারল্যান্ডসে খেলছেন মেনেনি। দুজনই আলাদাভাবে ১৪ নভেম্বর ঢাকায় আসবেন।

চলমান হকি লিগের সুপার সিক্সসহ মোট ৬টি ম্যাচে মোহামেডানের হয়ে খেলবেন তারা।

১৭ নভেম্বর আবাহনীর বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচেই মাঠে নামার কথা রয়েছে এই দুই আর্জেন্টাইন বিশ্ব তারকার।

২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় পেইলাতের। ২০১৪ সালে বিশ্বের উদীয়মান সেরা খেলোয়াড়ের মুকুট জেতেন বর্তমান সময়ে হকি বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত পেইলাত। আর্জেন্টিনার জার্সিতে ১৫৩ ম্যাচ খেলে গোল করেছেন ১৭৬টি। ২০১৪ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বিশ্বকাপ হকিতেও হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। ২০১৬ রিও অলিম্পিকে আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন সোনা। সেখানে তিনি করেছিলেন ১০টি গোল।

আর্জেন্টিনা জাতীয় দলের নিয়মিত স্ট্রাইকার মেনেনি। ২০১৪ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় তার। জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১১০টি ম্যাচ। রিও অলিম্পিকে সোনাজয়ী দলের সদস্যও ছিলেন তিনি।

About

Popular Links