Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

টিকা নিতে রাজি না তাই টুর্নামেন্ট থেকেই সরে গেলেন ভারতের মুরালি বিজয়

পাশাপাশি তিনি বায়োবাবলে (জৈব সুরক্ষা বলয়) থাকতেও অস্বীকৃতি জানিয়েছেন

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০৯:৩৮ পিএম

ভারতীয় জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিলনাড়ুর মুরালি বিজয় করোনাভাইরাসের টিকা গ্রহণে করতে রাজি না থাকায় “সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে” অংশ নেবেন না। পাশাপাশি তিনি বায়োবাবলে (জৈব সুরক্ষা বলয়) থাকতেও অস্বীকৃতি জানিয়েছেন। আর তাই ক্রিকেট থেকেই সাময়িকভাবে সরে দাঁড়ালেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ ও আনন্দবাজার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর স্বাস্থ্যবিধি পালনের নির্দেশ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ইতোমধ্যে বিভিন্ন রাজ্যে ইমেইল পাঠিয়েছে। সে অনুযায়ী প্রত্যেকটি দলই বায়োবাবলের মধ্যে রয়েছে। তবে বিজয় কোনোভাবেই এর অংশ হতে রাজি নন।

জানা গিয়েছে, ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হলে বাধ্যতামূলক করোনাভাইরাসের টিকা নিতে হবে এমন নির্দেশনা থাকলেও তিনি টিকা নিতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে নির্বাচকদেরও জানিয়ে দিয়েছেন বিজয়।

তামিলনাড়ু দলের একজন সদস্য বলেন, “এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। টিকা নিতে সে ইতস্তত করছে। বোর্ডের নির্দেশ অনুসারে, প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ আগে ক্রিকেটারদের বায়োবাবলে ঢুকতে হবে। কিন্তু বিজয় তাতেও রাজি নয়। তাই বিজয়কে দলে নেওয়া হয়নি।”

তবে করোনাভাইরাসের টিকা গ্রহণে কেন বিজয়ের অনীহা সে বিষয়ে কিছু জানা যায়নি

উল্লেখ্য, কিছুদিন আগেও তিনি ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন। গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন।

About

Popular Links