প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ০৫:১৮ পিএমআপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০২ পিএম
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ঘোষিত দলে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে ছয়টি পরিবর্তন এসেছে।
অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাইফউদ্দিন ইনজুরির কারণে দলে নেই, বাদ পড়েছেন লিটন কুমার দাস, সৌম্য সরকার ও রুবেল হোসেন।
এছাড়া, টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে।
দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। নতুন যুক্ত হয়েছেন, টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী, পেসার শহিদুল ইসলাম এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান আকবর আলী।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই লিটন-সৌম্য-মুশফিক
ঘোষিত দলে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে ছয়টি পরিবর্তন এসেছে
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ঘোষিত দলে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে ছয়টি পরিবর্তন এসেছে।
অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাইফউদ্দিন ইনজুরির কারণে দলে নেই, বাদ পড়েছেন লিটন কুমার দাস, সৌম্য সরকার ও রুবেল হোসেন।
এছাড়া, টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে।
দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। নতুন যুক্ত হয়েছেন, টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী, পেসার শহিদুল ইসলাম এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান আকবর আলী।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদ উল্লাহ (অধিনায়ক), নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, মো. শহিদুল ইসলাম, আকবর আলী।
বিষয়: