Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

মেসিকে আটকাতে কোন ছাড় দেয়া হবে না: নাইজেরিয়া কোচ

"আমরা তাঁর খেলা দেখতে এখানে আসি নি। আমরা একটা ফলাফল পাওয়ার জন্য এখানে এসেছি।"

আপডেট : ২৬ জুন ২০১৮, ০৬:৪৭ পিএম

মেসির প্রতি আজ মাঠে নাইজেরিয়া কোন দয়া দেখাবে না এবং আজকের ম্যাচেই বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার পাততাড়ি গুটোনোর ব্যবস্থা করতে সব কিছু করবে বলে জানিয়েছেন নাইজেরিয়ার কোচ গারনট রোর। 

গ্রুপ ডি এর সর্বশেষ অবস্থানে থাকা আর্জেন্টিনার নক-আউট পর্বে যেতে হলে আজকের ম্যাচে জয় পেতেই হবে, সেই সাথে লাগবে আইসল্যান্ডের সাথে ক্রোয়েশিয়ার জয় অথবা ড্র।

অন্যদিকে নাইজেরিয়া আজকে শুধু ড্র করলেও চলবে যদি ক্রোয়েশিয়াকে আইসল্যান্ড হারিয়ে দেয়। 

আজকের ম্যাচ নিয়ে নাইজেরিয়ার কোচ বলেন, “আমরা মেসিকে ভালবাসি, সবাই-ই বাসে। কিন্তু এটাই তাঁর সর্বশেষ বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছিনা”।

“আমরা তাঁর খেলা দেখতে এখানে আসি নি। আমরা একটা ফলাফল পাওয়ার জন্য এখানে এসেছি। আমরা সবাই এখানে পেশাদার এবং নাইজেরিয়ার রূপে পরিবর্তন আনতে এখানে এসেছি। ফুটবলে কোনো সমবেদনা বা দয়া দেখানোর জায়গা নেই। সবাই-ই জিততে চায়।”

নাইজেরিয়ার ডিফেন্ডার ব্রায়ান ইদোয়ুও কোচের সাথে সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন। তিনিও সুর মেলালেন কোচের সাথে।

ইদোয়ু বলেন, নাইজেরিয়ার একমাত্র উদ্দেশ্য মেসির এবারের বিশ্বকাপের সমাপ্তি টানা।   

   

About

Popular Links

x