Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

আবারও যৌন হয়রানির শিকার এক নারী সাংবাদিক

রাশিয়া বিশ্বকাপে এমন ঘটনা আরও ঘটছে। যৌন হয়রানির শিকার হয়েছেন কলম্বিয়া, সুইডেনের নারী সাংবাদিকও।

আপডেট : ২৬ জুন ২০১৮, ০৭:১২ পিএম

এত নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকদের নিরন্তর সেবাদানের মধ্যেও রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে ঘটে যাচ্ছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর মধ্যে যৌন হয়রানি অন্যতম। এক ব্রাজিলিয়ান নারী সাংবাদিক রিপোর্ট করছিলেন সেনেগাল-জাপান ম্যাচ নিয়ে। ইয়েকাতেরিনবুর্গ মাঠের বাইরে রিপোর্ট চলাকালেই এক দর্শক তাঁকে যৌন হেনস্তা করার চেষ্টা করেন। 

এক সপ্তাহের মধ্যেই তিনি আবারও শিকার হন এমন পরিস্থিতির। 

যৌন হয়রানি করার চেষ্টা করা লোকটিকে উদ্দেশ করে জুলিয়া বলছিলেন,  ‘এরকম কোরো না। এরকম কখনো কোরো না। আমি এটা কখনো মেনে নেব না। কখনো না, বুঝেছ? এটা কোনো ভদ্রতা নয়। কোনো নারীর সঙ্গে এমন আচরণ কোরো না।’ 

পরে অবশ্য ক্যামেরার পেছনে তাঁর কাছে ক্ষমা চান সেই ব্যক্তি।

পরে টুইটারে জুলিয়া গুইমারেজ বলেন, ‘শব্দ দিয়ে এটা বোঝানো কঠিন। ব্রাজিলে এরকম কখনো হয়নি। এখানে এরই মধ্যে দুবার ঘটেছে এমন ঘটনা। দুঃখজনক। লজ্জাজনক।’

রাশিয়া বিশ্বকাপে এমন ঘটনা আরও ঘটছে। যৌন হয়রানির শিকার হয়েছেন কলম্বিয়া, সুইডেনের নারী সাংবাদিকও।

   

About

Popular Links

x