Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত রিয়ালের লুকা মদ্রিচ ও মার্সেলো

তারা কতদিনের মধ্যে সেরে উঠবেন কিংবা কবে নাগাদ মাঠে ফিরবেন সে ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৯:৫৪ পিএম

রিয়াল মাদ্রিদের দুই কিংবদন্তি ফুটবলার লুকা মদ্রিচ এবং মার্সেলো ভিয়েরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

তারা কতদিনের মধ্যে সেরে উঠবেন কিংবা কবে নাগাদ মাঠে ফিরবেন সে ব্যাপারে অবশ্য কিছু জানায়নি স্প্যানিশ ক্লাবটি।


আসন্ন বড়দিনের ছুটির আগে ২০ ডিসেম্বর কাদিজ এবং ২৩ ডিসেম্বর অ্যাথলেটিক বিলবাও এর বিপক্ষে লা লিগায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আপাতত এ দুটি ম্যাচে তারা নিশ্চিতভাবেই দলের বাইরে থাকবেন। ধারণা করা হচ্ছে আগামী ২ জানুয়ারি গেটাফের বিপক্ষে লিগ ম্যাচে তারা মাঠে ফিরবেন।

বর্তমানে লা লিগায় ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে লস ব্লাংকোসরা। এছাড়া, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বেও পা রেখেছে তারা, সেখানে শেষ ষোলোতে তারা মোকাবিলা করবে পিএসজির।

   

About

Popular Links

x