Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

টাইগারদের টেস্ট স্কোয়াডে ফিরলেন তাসকিন

২০১৭ সালের অক্টোবর মাসে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন তাসকিন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০৭:১৯ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজে দলে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। বুধবার (২৩ জানুয়ারি) নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত দলে কিউইদের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের দলে রয়েছে এই পেসারের নাম।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের অক্টোবর মাসে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন তাসকিন। নিউজিল্যান্ডের পেস-বান্ধব উইকেটে অন্য তিন পেসারের সঙ্গে তাসকিনকেও বিবেচনায় এনেছেন নির্বাচকরা।

তাসকিনসহ আগামী ফেব্রুয়ারিতে কিউইদের বিপক্ষে টেস্টে আগুন ঝরাতে বিসিবি নির্বাচকদের পছন্দের তালিকায় রয়েছে আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের নাম।

কিউইদের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মাদ মিথুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাইম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী এবং খালেদ আহমেদ।

   

About

Popular Links

x