Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

গোয়ায় বসলো রোনালদোর মূর্তি

৩ বছর সময় নিয়ে ১২ লাখ রূপি ব্যয়ে ৪১০ কেজি ওজনের মুর্তিটি তৈরি করা হয়েছে

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১২:৫৯ পিএম

ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গোয়ার কলঙ্গুটে সরকারের পক্ষ থেকে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর মূর্তি স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বন্দর মন্ত্রী ও কলঙ্গুটের এমএলএ মাইকেল লোবো পর্তুগিজ তারকার মূর্তিটি উন্মোচন করেন।

এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

রোনালদোর মূর্তি উন্মোচনের সময়ে মাইকেল লোবো বলেন, “রোনালদো একজন বৈশ্বিক কিংবদন্তি। গোয়ার অনেক তরুণ ও প্রতিভাবান ফুটবলারেরও অনুপ্রেরণা তিনি। তারা সবাই রোনালদোর মতো হতে চায়। আমরা চাই আমাদের ফুটবলাররা রোনালদোর মতো কিংবদন্তি হয়ে উঠুক। এ মুর্তিটি তাদের অনুপ্রেরণা জোগাবে।”

রোনালদোর মূর্তিটির ওজন প্রায় ৪১০ কেজি। ৩ বছর সময় নিয়ে ১২ লাখ রূপি ব্যয়ে এ মূর্তি নির্মাণ করা হয়েছে।

তবে রোনালদোর স্থাপিত এ মূর্তি নিয়ে এর মধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। রোনালদোর মুর্তি স্থাপনের বিরুদ্ধে স্থানীয়রা কালো পতাকা নিয়ে প্রতিবাদ করেছেন। প্রতিবাদকারীদের মধ্যে অন্যতম প্রেমানন্দ দিবকরের মতে, এখানে রোনালদোর চেয়ে গোয়ার কলঙ্গুটের একজন বিখ্যাত ফুটবলারের মূর্তি স্থাপন বেশি অর্থপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হতো।

   

About

Popular Links

x