Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

লিটন-মমিনুলের হাত ধরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লিড

প্রথমবারের মতো এশিয়ার বাইরের দেশের বিপক্ষে পরে ব্যাট করেও প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১১:৩১ এএম

মাউন্ট মাউঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে অধিনায়ক মমিনুল হক ও লিটন দাসের ওপর ভর করে প্রথম ইনিংসে ঐতিহাসিক লিড পেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে কিউইদের করা ৩২৮ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করে টাইগাররা এগিয়ে আছে ৭৩ রানে।

এর মাধ্যমে প্রথমবারের মতো এশিয়ার বাইরের দেশের বিপক্ষে পরে ব্যাট করেও প্রথম ইনিংসে লিড নিলো বাংলাদেশ।

যদিও চার বছর আগে ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে প্রথমে ব্যাট করে টাইগাররা লিড নিয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ওই টেস্টে তারা ৭ উইকেটে পরাজিত হয়।

চলমান টেস্ট অধিনায়ক মমিনুল হকের জন্য বেশ ভালোই যাচ্ছে। বল হাতে পার্ট টাইম স্পিনার হিসেবে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে আর হেনরি নিকোলসের উইকেট শিকারের পর ব্যাট হাতে ১২ চারে সাজানো ২৪৪ বলে ৮৮ রান করে তুলে নিয়েছেন ১৫তম টেস্ট অর্ধশতক।

অন্যদিকে, লিটন দাসও ছিলেন স্বভাবসুলভ ভঙ্গিতে সাবলীল। ১৮৬ বলে টাইগার উইকেটরক্ষকের করা ৮৬ রানে ছিল ১০টি চার। তৃতীয় সেশনের শেষদিকে ট্রেন্ট বোল্টের জোড়া আঘাতের আগে দুজনের জুটির বদৌলতে ৫২ ওভার উইকেটবিহীন ছিল কিউইরা।

এর আগে দিনের প্রথম সেশনে মাহমুদুল হাসান জয় আর মুশফিকুর রহিমের উইকেট হারায় টাইগাররা।

দিনের শেষে মেহেদি হাসান মিরাজ ২০ রান ও ইয়াসির আলি ১১ রানে অপরাজিত থাকেন।

কিউই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট ও নিল ওয়াগনার ৩টি করে উইকেট নেন।

   

About

Popular Links

x