একটা স্বপ্ন সফল হয়েছে। এখন স্বপ্ন আগামী জয়ের। তাইতো, নকআউট পর্বে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা ভাবতে শুরু করেছে পরবর্তী প্রতিপক্ষ নিয়ে। দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ ফ্রান্সের গতিময় খেলোয়াড়দের নিয়ে ভাবনার তথ্য জানিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
আগামী শনিবার (৩০ জুন) কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স এবং আর্জেন্টিনা। নাইজেরিয়াকে ২-১ গোলে হারানোর পর মেসি জানান, দ্বিতীয় রাউন্ডে কঠিন লড়াইয়ের সম্ভাবনা তার সামনে।
“এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেছি। ফ্রান্সের প্রতিটি ম্যাচ লক্ষ্য করেছি। দক্ষ খেলোয়াড় সমৃদ্ধ খুব ভালো একটি দল ফ্রান্স। ওদের কয়েকজন গতিময় খেলোয়াড় আছে যারা সত্যিই ব্যবধান গড়ে দিতে পারে”, মন্তব্য মেসির।
আরও জানান, “আমি জানি, আমাদের কি করতে হবে। এটা খুব কঠিন একটি ম্যাচ হবে, এই নিয়ে সন্দেহ নেই”।
গ্রুপ পর্বে আইসল্যান্ডের সাথে ড্র এবং ক্রোয়েশিয়ার কাছে লজ্জা জনক ভাবে হারে আর্জেন্টিনা। সর্বশেষ নাইজেরিয়াকে হারিয়ে টানা চতুর্থবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করেছে সবশেষ ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতা দলটি।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্স। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্কের সঙ্গে ড্র করে ১৯৯৮ আসরের চ্যাম্পিয়নরা।