২৭ জুন রাত ৮টায় দু’টি ম্যাচঃ
আজকে বুধবার (২৭ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় একই সাথে দু’টি খেলা অনুষ্ঠিত হবে। এক ম্যাচে জার্মানি বিপক্ষে লড়বে দক্ষিণ কোরিয়া। কাজান অ্যারেনা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
অন্য দিকে একই সময়ে ইয়েকাতেরিনবার্গ অ্যারেনা স্টেডিয়ামে মুখোমুখি হবে মেক্সিকো এবং সুইডেন।
রাত ১২ টায় রয়েছে দু’টি ম্যাচঃ
মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল।এবং অন্যদিকে নিঝনি নোভগোরোদ স্টেডিয়ামে মুখোমুখি হবে কোস্টারিকা এবং সুইজারল্যান্ড।
ম্যাচ গুলো সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন,নাগরিক টিভি,মাছরাঙ্গা টিভি এবং সনি ইএসপিএন এর পর্দায়।