Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ওয়ার্ল্ড ক্লাব র‍্যাংকিংয়ে মেসির ইন্টার মিয়ামির চেয়ে এগিয়ে রোনালদোর আল নাসর

  • বিভিন্ন দেশের ক্লাবগুলোর বৈশ্বিক র‍্যাংকিংয়ে আল নাসরের উন্নতি হলেও ইন্টার মিয়ামির বড় অবনতি হয়েছে
  • ওয়ার্ল্ড ক্লাব র‍্যাংকিংয়ের শীর্ষ দশের স্থানগুলো আছে ইউরোপীয় ক্লাবগুলোর দখলেই
  • বিভিন্ন দেশের ক্লাবগুলোর বৈশ্বিক র‍্যাংকিংয়ের এক নম্বরে রয়েছে ইংলিশ পরাশিক্তি ম্যানচেস্টার সিটি
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৪:৪৪ পিএম

ফুটবলের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি দু'জনেই ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়েছেন। ইউরোপ অধ্যায় শেষে রোনালদো বেছে নিয়েছেন সৌদি লিগ, আর বিশ্বকাপজয়ী মেসি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) । যদিও এই দুই তারকার ইউরোপ ছাড়া নিয়ে রয়েছে আলোচনা-সমালোচনা।

জুলাইয়ে মার্কিন ক্লাব ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির যোগদানের পর ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, যুক্তরাষ্ট্রের এমএলএসের চেয়ে সৌদি আরবের সৌদি প্রো লিগ ঢের এগিয়ে। তারও মাস দুয়েক আগে সৌদি প্রো লিগ ভবিষ্যতে বিশ্বের ঘরোয়া লিগগুলোর তালিকায় শীর্ষে উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই পর্তুগিজ মহাতারকা।

মাঠের লড়াইয়ে মুখোমুখি হওয়া ব্যতিত মেসির ইন্টার মিয়ামি কিংবা রোনালদোর আল নাসরের মধ্যে কে এগিয়ে, সেটা বলা মুশকিল। কিন্তু সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ক্লাব র‍্যাংকিংয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক ক্লাবটির তুলনায় ঢের এগিয়ে আছে সৌদি ক্লাবটি। শুধু তাই না, র‍্যাংকিংয়ে যেখানে রিয়াদভিত্তিক ক্লাবটি এগিয়েছে, সেখানে এমএলএসের ক্লাবটির বড় রকমের অবনতি হয়েছে।

কিছুদিন আগে ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে দলকে লিগস কাপ জেতানোর মাধ্যমে মার্কিন ক্লাবটির ইতিহাসে প্রথম শিরোপা এনে দেন মেসি। পাশাপাশি ইউএস ওপেন নামের আরেক প্রতিযোগিতাতেও ফ্লোরিডার ক্লাবটিকে ফাইনালে নিয়ে গেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এছাড়া, মেসি নৈপুণ্যে এমএলএসেও ১১ ম্যাচ পর জয়ের স্বাদ পেয়েছে ইন্টার মিয়ামি।

মেসি যেখানে ইন্টার মিয়ামিতে যোগদানের মাস দেড়েকের মধ্যেই এত সাফল্য পেয়েছেন, সেখানে আল নাসরের হয়ে রোনালদোর অর্জনের ডালা বিবর্ণই বলা চলে। গত ডিসেম্বরে সৌদি ক্লাবটিতে যোগদানের পর সর্বশেষ মৌসুমে কোনো দলগত শিরোপা জিততে পারেননি সিআর সেভেন।

আগস্টের শুরুতে রোনালদো অবশ্য একক কৃতিত্বে আল নাসরকে এনে দিয়েছেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা। প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখায় নতুন মৌসুমের সৌদি প্রো লিগে অবশ্য আল নাসরের শুরুটা ভালো হয়নি। রোনালদোর ঔজ্জ্বল্যে টানা দুই ম্যাচ তারা রয়েছে পয়েন্ট তালিকার ছয়ে। 

নিজ নিজ ক্ষেত্রে ইন্টার মিয়ামি সুসময় আর আল নাসর ব্যাকফুটে থাকলেও ওয়ার্ল্ড ক্লাব র‍্যাংকিংয়ে দুই দলের অবস্থান দেখে তা বোঝার উপায় নেই। ফুটবল ডেটাবেজের তথ্যমতে, বিভিন্ন দেশের ক্লাবগুলোর বৈশ্বিক র‍্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়ে ১৬৩তম অবস্থানে উঠে এসেছে আল নাসর। পক্ষান্তরে, ১৫৭ ধাপ পিছিয়ে ইন্টার মিয়ামি নেমে গেছে ১,৫৩৮তম স্থানে।

ওয়ার্ল্ড ক্লাব র‍্যাংকিংয়ের শীর্ষ দশে অবশ্য ইউরোপীয় ক্লাবগুলোরই জয়জয়কার। সদ্য সমাপ্ত মৌসুমে প্রথমবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমে ট্রেবল জিতে বিশ্বের ক্লাবগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাবটির পেছনেই রয়েছে জার্মান বুন্দেসলিগার সফলতম দল বায়ার্ন মিউনিখ। সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদের অবস্থান তৃতীয়।

১৯৯০ সালের পর গত মৌসুমে ইতালিয়ান সিরি আ জেতা নাপোলি রয়েছে চতুর্থ স্থানে। নাপোলির পরের অবস্থানটিও ইতালির আরেকটি ক্লাবের। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ ইন্টার মিলান রয়েছে তালিকার পাঁচে। ওয়ার্ল্ড ক্লাব র‍্যাংকিংয়ের শীর্ষ দশের বাকি অবস্থানগুলোয় রয়েছে যথাক্রমে লিভারপুল, আর্সেনাল, এফসি পোর্তো, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।

   

About

Popular Links

x