Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি ডাক পেয়েছে এক ঝাঁক নতুন মুখ

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১০:০১ পিএম

গত বছরের ডিসেম্বরে কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। মরুর বুকে সোনালি ট্রফি উঁচিয়ে ধরার মাধ্যমে আলবিসেলেস্তেরা দীর্ঘ তিন যুগ পর বিশ্বচ্যাম্পিয়নের খেতাব পায়। আকাশি-সাদা শিবিরের বিশ্বকাপ ধরে রাখার মিশনও শুরু হতে যাচ্ছে শিগগিরই।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের পরবর্তী আসর। সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে ইকুয়েডর ও বলিভিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। ম্যাচ দুটিকে সামনে রেখে বৃহস্পতিবার (৩১ আগস্ট) আর্জেন্টিনার ৩২ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় ঘটিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। দলে যেমন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডির মতো অভিজ্ঞরা আছেন; পাশাপাশি ডাক পেয়েছেন এক ঝাঁক নতুন মুখও। তবে বাদ পড়েছেন  পাওলো ডিবালা, মার্কোস আকুনা, জেরোনিমো রুলি এবং জিওভানি লো সেলসো।

 

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েন্স এইরেসে স্তাদিও মনুমেন্তালে ইকুয়েডরের মুখামুখি হবে আর্জেন্টিনা। চারদিন পর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বলিভিয়ার লা পাজের হার্নান্দো সাইলস স্টেডিয়ামে।

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত আর্জেন্টিনা দল: লুকাস বেল্ট্রান, নিকোলাস গঞ্জালেস, লিয়েন্দ্রো পারেদেস, জুয়ান মুসো, লাউতারে মার্টিনেজ, অ্যাঞ্জেল কোরেয়া, রদ্রিগো ডি পল, নাহুয়েল মলিনা, জার্মান পাজেলা, গুইদো রদ্রিগেজ, গঞ্জালো মন্টিয়েল, জুয়ান ফয়েথ, মার্কোস সেনেসি, এমিলিয়ানো মার্টিনেজ, ফাকুন্দো বোনানোত্তি, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, অ্যাক্সেকুয়েল পালাসিওস, ওয়াল্টার বেনিতেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডি, লিওনেল মেসি, ফ্রাঙ্কো আরমানি, অ্যালান ভেলাস্কো, ব্রুনো জাপেল্লি, থিয়াগো আলমাদা ও লুকাস এসকুইভেল।

   

About

Popular Links

x