রাশিয়া বিশ্বকাপে আশঙ্কাটা বাস্তবতায় রূপ নিলো। কাল মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে ব্রাজিল-সার্বিয়া ম্যাচে মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়েছিলো গ্যালারিতেও। সার্বিয়ান এক সমর্থককে শারিরীকভাবে নির্যাতন করেছে সেলেসাও সমর্থকরা।
মাঠে নেইমারদের গোলের জবাবে ব্যররথ হলেও সার্বিয়ান সমর্থকরা মারের বদলাটা বেশ ভালোই নিয়েছেন। ইংল্যান্ড ভিত্তিক এক সংবাদ মাধ্যম হতাহতের ঘটনাটি প্রকাশ করলেও ঠিক কি কারণে এই ঘটনার সূত্রপাত হয়েছিলো তা জানতে পারেনি।
দুইদলের সমর্থকের লড়াইয়ের মাঝে পড়েছিলেন সার্বিয়ান এক নারী সমর্থক। অভিযোগ এসেছে তাকেও শারিরীকভাবে আঘাত করেছে ব্রাজিল সমর্থকরা। পরে নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এর আগে সমকামীদের অপমান করে ক্রোয়েশিয়ান সমর্থকদেরকে উদ্দেশ্যে করা উক্তির কারণে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে দেড় লক্ষ ডলার জরিমানা করেছে ফিফা। এবার ব্রাজিলিয়ানদের ভাগ্যে কি জোটে তাই দেখবার পালা!