২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে। রাশিয়ার বিজনেস বিষয়ক আউটলেট আরবিকে’র বরাত দিয়ে ইএসপিএন জানায়, এই টুর্নামেন্টের মোট খরচ হতে যাচ্ছে প্রায় ১৪ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ১৯ হাজার কোটি টাকা।
বিশ্বকাপের উপলক্ষ্যে রাশিয়া ১৩০ লক্ষ ডলার ভর্তুকি বৃদ্ধি করেছে।
বিশ্বকাপের অস্থায়ী অবকাঠামো বাবদ ৭০.৬ লক্ষ ডলার এবং স্টেডিয়াম দেখভালের খরচ বাবদ ৫০.৩ লক্ষ ডলার বরাদ্দ করেছে দেশটির সরকার।
এর ফলে বিশ্বকাপের মোট খরচ ১৪ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছুবে। যদিও এই হিসাবের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ খরচ বাদ দিয়ে ধরা হয়েছে।
বিশ্বকাপের পর স্টেডিয়ামগুলোর বাৎসরিক মিলিয়ন ডলার ক্ষতি বন্ধের জন্য একাধিক আঞ্চলিক কর্মকর্তা এগুলোর জন্য আরো বেশি অর্থ বরাদ্দের আবেদন জানিয়েছেন।
রাশিয়ায় স্টেডিয়ামের দেখভালের খরচ অনেক বেশি এবং রাশিয়ার লিগ গেমসের সময়ে এই স্টেডিয়ামগুলো অধিকাংশ সময়েই দর্শক সংখ্যার তুলনায় অর্ধেকটাই ফাঁকা থাকে।