Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

যাদুকরী লাল ‘রিবন’ বাঁচিয়েছে মেসিদের!

বিশ্বকাপে নিজেদের অস্তিত্বের লড়াইয়ে নাইজেরিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। সে জয়ের নায়ক আপাত লিওনেল মেসি। তবে আসল নায়ক কিনা একটা “যাদুকরী লাল রিবন”!

আপডেট : ২৮ জুন ২০১৮, ০২:১১ পিএম

বিশ্বকাপে নিজেদের অস্তিত্বের লড়াইয়ে নাইজেরিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। সে জয়ের নায়ক আপাত লিওনেল মেসি। তবে আসল নায়ক কিনা একটা “যাদুকরী লাল রিবন”!

ম্যাচের পর সাংবাদিকদের সামনে পায়ের মোজা নামিয়ে সেই ‘ক্যারিশমেটিক’ লাল ফিতেটা দেখিয়েছেন স্বয়ং লিটল ম্যাজিশিয়ান। 

আইসল্যান্ডের সাথে ‘ড্র’য়ের পর এক রিপোর্টারের মায়ের দেয়া লাল রিবন গ্রহণ করেছিলেন এই বার্সা ফরোয়ার্ড। আর বুধবার নাইজেরিয়াকে হারানোর পর সেই রিবনটিই ওই রিপোর্টারকে দেখিয়েছেন মেসি। 

রামা প্যানতোরোত্তো নামের ওই রিপোর্টার টুইটারে জানিয়েছে, ‘আমার মা আমাকে একটা লাল রিবন দিয়েছিলেন।  বলেছিলেন, এটি দুর্ভাগ্যকে কাছে ঘেঁষতে দেয় না। রিবনটি আমি নাইজেরিয়া ম্যাচের আগেই যেনো লিওকে দিই। লিও সেটি পরেই খেলেছে! এটা সত্যিই অবিশ্বাস্য!’

ভিডিওটি প্রকাশ পাবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে। 

সত্যিই যদি এই রিবনের শক্তিতেই আর্জেন্টিনার ভাগ্য ফিরে থাকে তবে ক্রোয়েশিয়া ম্যাচের আগেই তা পরে ফেলা উচিৎ ছিলো ‘এলএম-টেন’ এর!


   

About

Popular Links

x