Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কা থাকলেও নির্ধারিত সময়ই টস অনুষ্ঠিত হয়েছে

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০২:২৭ পিএম

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বের আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সোমবার (২ অক্টোবর) গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিতে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কা ছিল। টস শুরুর এক ঘণ্টা আগেও ঝলমলে রোদ ছিল।

আকাশ শুরুতে পরিষ্কারই ছিল। তবে পরবর্তীতে রোদ কিছুটা সরে মেঘ জায়গা নিয়েছে আকাশে। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত সময়ই টস অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি ম্যাচে নির্ধারিত একাদশ থাকে না। স্কোয়াডের সব খেলোয়াড়েরই মাঠে নামার সুযোগ থাকে ব্যাটাররা ব্যাটিং ঝালিয়ে নেন। বোলাররা বল করে প্রস্তুতি সারেন। সেক্ষেত্রে একজন ব্যাটিং করলেও তার ফিল্ডিং বা বোলিং করতে হবে এমন বিধিনিষেধ নেই।

বৃহস্পতিবার অনুশীলন খেলতে গিয়ে চোটে পড়ায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও খেলবেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এই প্রস্তুতি ম্যাচেও ওপেনিং করতে পারেন তানজিম তামিম ও লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং না করা নাজমুল শান্ত খেলবেন এই ম্যাচে। এছাড়া, বোলিং করতে পারেন মুস্তাফিজুর রহমান।

About

Popular Links