Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

এই মুখ আর দেখাবো না, ফেসবুকে স্ট্যাটাস সাকিবের

  • বিশ্বকাপের আগে কী হলো সাকিবের?
  • কেনই বা মুখ দেখাতে চান না তিনি
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৮:১২ পিএম

দোরগোড়ায় ওয়ানডে বিশ্বকাপ। দল অবস্থান করছে ভারতে। নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। প্রস্তুতি ম্যাচের দুই খেলার একটিতে জিতলেও শেষটিতে হেরেছে টাইগাররা। এছাড়া দেশ ছাড়ার আগেও তাদের পিছু নিয়েছিল নানা বিতর্ক। এরমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ অধিনায়কের রহস্যময় পোস্ট। যেখানে তিনি লিখেছেন, “এই মুখ আর দেখাবো না।”

সঙ্গে নিজের কিছুটা বিষণ্ণ চেহারার সেলফি পোস্ট করেছেন তিনি। আর স্বাভাবিকতই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সবার প্রশ্ন, “বিশ্বকাপের আগে কী হলো সাকিবের? কেনই বা মুখ দেখাতে চান না তিনি?”

যদিও অনেকের ধারণা এটাও বিজ্ঞাপনের অংশ। কারণ এর আগেও রহস্যময় পোস্ট দিতে দেখা গেছে সাকিবকে। পরে দেখা গেছে, সেইসব পোস্ট ছিল বিজ্ঞাপনের অংশ।

ভক্তদের ধারণা এই পোস্টটিও একই কারণেই করেছেন সাকিব। 

রিফাত নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়, “যারা বোঝেননি তারা অপেক্ষা করুন। নতুন বিজ্ঞাপন আসছে।”

সবশেষ সাকিবের “আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি...” এমন একটি পোস্ট ভাইরাল হয়েছিল।  ১২ ঘণ্টার ব্যবধানে নিজের পোস্টের রহস্য উন্মোচন করেন সাকিব আল হাসান।

মূলত মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম নগদের প্রচারণা চালাতেই রাতের (না খেলার) পোস্টটি করেছিলেন টাইগার অধিনায়ক।

About

Popular Links