ঘরের মাটিতে বিশ্বকাপের টানা তিন ম্যাচ জিতে চনমনে মেজাজে আছে ভারত। এদিকে, টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জেতা বাংলাদেশ টানা দুটি ম্যাচ হেরে আত্মবিশ্বাসের সঙ্কটে ভুগছে। আত্মবিশ্বাস ফেরাতে আজ জয়ের লক্ষ্যে খেলতে নামছে বাংলাদেশ। কিন্তু টসের মুহূর্তে বড় দুঃসংবাদ শোনা গেল। ইনজুরির কারণে আজ খেলা হচ্ছে না অধিনায়ক সাকিব আল হাসানের। তবে পুনের ব্যাটিংবান্ধব পিচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টাইগার একাদশে দুই পরিবর্তন
সাকিব না থাকায় তার জায়গায় একাদশে ঢুকেছেন আরেক বাঁহাতি নাসুম আহমেদ। নেই তাসকিন আহমেদও। তার জায়গায় এসেছেন হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
এক নজরে পরিসংখ্যান
মুখোমুখি পরিসংখ্যানে ভারত এগিয়ে। তবে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর থেকে দুই দলের লড়াই ক্ল্যাসিক দ্বৈরথে পরিণত হয়েছে। দুই দলের ম্যাচে থাকে লড়াইয়ে ঝাঁজ। অনেক সময় জন্ম দেয় স্নায়ুক্ষয়ী মুহূর্তেরও। তবে বিশ্বকাপে বাংলাদেশ একবারই ভারতকে হারাতে পেরেছিল। ২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছিল সাকিব-তামিমরা। এরপর ২০১১, ২০১৫, ২০১৯ তিনটি আসরেই শেষ হাসি ভারতের। এখন পর্যন্ত ৪০ বারের দেখায় ভারতের জয় ৩১ ম্যাচে, বাংলাদেশের আটটি। তবে ভারতের বিপক্ষে সর্বশেষ চার ওয়ানডেতে ৩-১ ব্যবধানে এগিয়ে সাকিব আল হাসানরা।