Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিবাদ মিটলো নেইমার-সিলভার

নেইমারের সঙ্গে রেষারেষি ছিল থিয়াগো সিলভার। তবে, তা মিটেছে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে। কিভাবে? জানুন তা- 

আপডেট : ২৯ জুন ২০১৮, ০১:৫৪ এএম

জয়ের উল্লাস মানে না কোন বাঁধা, থাকে না কোনো দ্বন্দ্ব। তাইতো কখনো কখনো একটি জয়ে মিলন ঘটে দুইটি প্রাণের। মিলন ঘটলো ব্রাজিল তারকা নেইমার এবং থিয়াগো সিলভার মধ্যে।   

কোস্টারিকা ম্যাচের পর নেইমারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছিলেন থিয়াগো সিলভা। সিলভার অভিযোগ, নেইমার নাকি তাঁর সঙ্গে কিছুটা দুর্ব্যবহার করেছিলেন। সেই সব কিছু লেশ মাত্র দেখা যায়নি সার্বিয়ার বিপক্ষে ম্যাচে। নেইমারের কর্নার থেকে দুর্দান্ত হেডে ব্রাজিলের দ্বিতীয় গোলটি করলেন সিলভা। আর গোলের পর সতীর্থকে জড়িয়ে ধরলেন সিলভা সিলভার কপালে মমতার চুম্বন দিলেন নেইমার।দুজনই বুঝিয়ে দিলেন, ব্যক্তিগত ভাবে রেষারেষি যাই হোক না কেন, দেশের স্বার্থে তাঁরা ভুলে যেতে পারেন সবকিছু। 

সার্বিয়ার বিপক্ষে বেশ ছন্দেই ছিলেন ব্রাজিল খেলোয়াড়রা। তবে, ম্যাচের মধ্যেই সিলভার বিরুদ্ধে নিজের বিরক্তি প্রকাশ করে ফেলেছিলেন নেইমার। সিলভা আবার সেটি প্রকাশও করে দেন। নেইমারের আচরণে যে তিনি প্রচণ্ড দুঃখ পেয়েছেন, সেটি তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন। 

এই দুই তারকার বিবাদ নিয়ে অনেকটা বিপাকে ছিলেন ব্রাজিল সমর্থকেরা। সেই বিবাদ মেটানোর উদ্যোগটা নিজেই নিলেন সিলভা। মধুর এক দৃশ্যই তৈরি হলো দ্বিতীয় গোলের পর।

গ্রুপে শীর্ষ থেকে প্রথম পর্ব শেষ করেছে সেলেসাওরা। সামনে অপেক্ষা করছে ‘হেক্সা’ জয়ের মিশন। 

   

About

Popular Links

x