Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

উরুগুয়ের ভাবনায় রোনালদো

রোনালদোকে ভাবনায় রেখে গেম প্ল্যান সাজাচ্ছে উরুগুয়ে। দেখে নিন কী সেই প্ল্যান- 

আপডেট : ২৯ জুন ২০১৮, ০২:১৩ এএম

গ্রুপ পর্ব শেষে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে উরুগুয়ে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ইউরোপের চ্যাম্পিয়ন পর্তুগাল। ম্যাচের আগে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে উরুগুয়ে। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে কিছুটা সতর্ক অবস্থানে উরুগুয়ে। তবে, তাকে ঘিরে বেশ একটা পরিকল্পনা সাজানো হচ্ছে না বলে জানালেন, উরুগুয়ের ডিফেন্ডার সেবাস্তিয়ান কোটস।


স্বাভাবিক ভাবেই পর্তুগাল অধিনায়ককে নিয়ে দুশ্চিন্তায় থাকার কথা যেকোন দলের। প্রথম দুই ম্যাচে ৪ গোল করেছেন তিনি। ইরানের বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস না হলে টানা তৃতীয় ম্যাচে গোলের অর্জন থাকতো রোনালদোর।

উরুগুয়ের ভাবনা, তাদের সামনে সবচেয়ে বড় হুমকির রোনালদো। কিন্তু, কেবল রোনালদোর দিকে নজর দিলে বিপাকে পড়তে পারে দল, এমন সতর্কের কথা জানলেন কোটস।

‘একই সমীহ নিয়ে আমরা তাকে প্রতিহত করব, ঠিক যেমন অন্যদের বেলায় করি। সে বিশ্ব তারকা। কিন্তু আপনি কেবল একজন খেলোয়াড়কে মাথায় রেখে ম্যাচের প্রস্তুতি নিতে পারেন না, পুরো একটি দল নিয়ে ভাবতে হবে’, এমন মন্তব্য কোটসের। 

শনিবার (৩০ জুন) মুখোমুখি হবে উরুগুয়ে এবং পর্তুগাল। 

   

About

Popular Links

x