Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপে সাকিবের বদলি এনামুল

১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম

আসন্ন আইসিসি (পুরুষ) ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে অলরাউন্ডার সাকিব আল হাসানের বদলি হিসেবে যুক্ত হয়েছেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের অষ্টম ম্যাচে আঙুলের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। তাতে তিন-চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অধিনায়ক। এক্স-রে রিপোর্টে তার আঙুলের চিড় ধরা পড়েছে। ফলে মঙ্গলবার দেশে ফিরে আসছেন বাঁহাতি এই অলরাউন্ডার। 

সাকিবের দুর্ভাগ্যজনকভাবে ছিটকে পড়ার শূন্যতা পূরণ করতে ৪৫টি ওয়ানডে খেলা অভিজ্ঞ খেলোয়াড় এনামুল হককে দলে ডাকা হয়েছে। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের এই পরিবর্তনে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ৪৫ ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরির দুর্দান্ত রেকর্ড আছে এনামুল হকের। লিস্ট এ ক্রিকেটে ১৮টি সেঞ্চুরি ও ৩৫টি হাফসেঞ্চুরিও করেছেন এই খেলোয়াড়। চলতি বছরের সেপ্টেম্বরে কলম্বোতে ভারতের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।

About

Popular Links