জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য নিয়ে নিজেদের নবম এবং শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায়।
নিজেদের শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
সাকিবের পরিবর্তে শেষ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
অস্ট্রেলিয়া দলে এসেছে দুটি পরিবর্তন। একাদশে নেই মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল।
বাংলাদেশ দলে সাকিব আল হাসান ছাড়াও এসেছে আরও দুটি পরিবর্তন। আগের ম্যাচ থেকে বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
ইতোমধ্যেই বিশ্বকাপ সেমিফাইনালের দৌঁড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এখন টাইগারদের প্রধান লক্ষ্য, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখা। নিউজিল্যান্ডের কাছে শ্রীলংকার ৫ উইকেটে হারে ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের খেলা নিশ্চিত হয়নি।
এবারের বিশ্বকাপের আসরে নিজেদের নয় ম্যাচের আটটিই খেলে ফেলেছে বাংলাদেশ। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে আছে বাংলাদেশ। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে আছে শ্রীলঙ্কার। নেট রানরেটের হিসেবে টেবিলে এগিয়ে আছে বাংলাদেশ। রানরেট বাংলাদেশের -১.১৪২, শ্রীলঙ্কার -১.৪১৯।
এ ক্ষেত্রে বাংলাদেশ যদি নিজদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করতে পারে, তাহলে সহজেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করতে পারবে। তবে হেরে গেলেও আশা শেষ হয়ে যাবে না। বাংলাদেশ যদি আগে ব্যাট করতে নেমে ২০০ রানের বেশি করতে পারে, সেটি ২৩ ওভারের আগে তাড়া করতে দেওয়া যাবে না অজিদের। তাতে লঙ্কানদের চেয়ে নেট রানরেটে এগিয়ে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবে বাংলাদেশ।
আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। ঐ জয়ের পরই পথ হারায় তারা। টানা ছয় ম্যাচ হেরে সেমিফাইনালে দৌঁড় থেকে ছিটকে পড়ে টাইগাররা। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ, অষ্টম ম্যাচে এসে অবশেষে দ্বিতীয় জয়ের দেখা পায়। শ্রীলংকার বিপক্ষে ৩ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখে টাইগাররা।