Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঘরের মাঠে নিউজিল্যান্ডের ‍বিপক্ষে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন শান্ত

সিরিজের প্রথম টেস্টে ২৮ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম

বিশ্বকাপে পাওয়া চোটে বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল সহ-অধিনায়ক লিটন দাসের। তবে সদ্যই বাবা হয়েছেন এই ওপেনার।স্ত্রী ও সন্তানের পাশে থাকতে লিটন দাস এক মাসের ছুটি নিয়েছেন।

সাকিব-লিটনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

শনিবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছে। আমরা এক মাসের ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার ছুটির জন্য বলছিল। তাই ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্টে শান্ত অধিনায়ক।”

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ২৮ নভেম্বর সিলেটে শুরু । ৬ ডিসেম্বর ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

About

Popular Links