Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

সময়সূচি: নকআউটে কে কার মুখোমুখি

বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হল। ১৬টি দলের নকআউট লড়াই ৩০ জুন থেকে। দেখে নেওয়া যাক, এই লড়াইয়ে কে কার মুখোমুখি হচ্ছে-

আপডেট : ৩০ জুন ২০১৮, ০৯:৪৭ এএম

গ্রুপ পর্বে বহু অনিশ্চয়তা নিয়ে কঠিন সময় পারি দিতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে শেষ পর্যন্ত নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচ জিতে বিশ্বকাপে টিকে গেছে তারা ‘ডি’ গ্রুপের রানার্স-আপ হিসেবে। শেষ ষোলোতেই তাই শক্ত প্রতিপক্ষের মুখোমুখি আলবেসিলেস্তেরা। আগামীকাল (৩০ জুন) ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দিয়েই শুরু হচ্ছে শেষ ষোল।

বাংলাদেশ সময় রাত ৮টায় কাজান অ্যারেনায় মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন। মেসির সঙ্গে একই দিনে নকআউট পর্ব শুরু করবেন ক্রিস্তিয়ানো রোনালদো। শনিবার দিবাগত রাত ১২টায় ফিস্ট স্টেডিয়ামে রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ উরুগুয়ে।

ব্রাজিল নকআউট মিশনে নামবে ২ জুলাই। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলয় নাম লেখানো সেলেসাওরা ওই দিন রাত ৮টায় সামারা অ্যারেনায় মেক্সিকোর মুখোমুখি হবে।

নকআউটের সময়সূচি:

তারিখ

ম্যাচ

বাংলাদেশ সময়

ভেন্যু

৩০ জুন

আর্জেন্টিনা-ফ্রান্স

রাত ৮টা

কাজান অ্যারেনা

৩০ জুন

উরুগুয়ে-পর্তুগাল

রাত ১২টা

ফিস্ট স্টেডিয়াম

১ জুলাই

স্পেন-রাশিয়া

রাত ৮টা

লুঝনিকি স্টেডিয়াম

১ জুলাই

ক্রোয়েশিয়া-ডেনমার্ক

রাত ১২টা

নিঝনি নোভগোরদ

২ জুলাই

ব্রাজিল-মেক্সিকো

রাত ৮টা

সামারা অ্যারেনা

২ জুলাই

বেলজিয়াম-জাপান

রাত ১২টা

রোস্তভ অ্যারেনা

৩ জুলাই

সুইডেন-সুইজারল্যান্ড

রাত ৮টা

সেন্ট পিটার্সবার্গ

৩ জুলাই

কলম্বিয়া-ইংল্যান্ড

রাত ১২টা

স্পার্তাক স্টেডিয়াম


   

About

Popular Links

x