Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

তিনিও ‘এলিট’ ম্যানেজার, প্রমাণ করতে মুখিয়ে আর্তেতা

আজই আর্সেনালের সামনে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে ওঠার সুযোগ

 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৩ পিএম

ধুঁকতে থাকা আর্সেনালকে ফিরিয়ে এনেছেন ছন্দে। তারই কৌশলে ছন্দ ফিরে পেয়েছে গানার্সরা। গত মৌসুমে ভাগ্যের ফের অথবা সামান্য ছন্দপতনে ছোঁয়া হয়নি লিগ শিরোপা। কিন্তু কোচ মিকেল আর্তেতার কৌশলকে ছোট করে দেখার অবকাশ নেই। এটা যেমন বাকিরা জানেন, জানেন আর্তেতা নিজেও। আর তাই দলকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে তুলে নিজের জাত চেনাতে মরিয়া তিনি।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায় ঘরের মাঠে লেন্সের মোকাবিলা করবে আর্তেতার শিষ্যরা। এর আগে অবশ্য “বি” গ্রুপের খেলায় রাত পৌনে ১২টায় স্প্যানিশ ক্লাব সেভিয়া মুখোমুখি হবে পিএসভির। এই ম্যাচে সেভিয়ার জয়ের ওপর ঝুলে আছে আর্সেনালের ভাগ্য। স্প্যানিশ ক্লাবটির জয়ের পাশাপাশি আর্সেনালকে আবার হার এড়াতে হবে। তবেই মিলবে নকআউট পর্বের টিকেট।

আর্সেনাল ম্যানেজার হিসেবে এটিই আর্তেতার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ অভিযান।

তার সুদক্ষ কোচিংয়ে দলটি সাত বছর পর এই মৌসুমে পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট। তবে উত্তর লন্ডনের ক্লাবটিকে ইউরোপা লিগে নিয়ে যেতে সক্ষম হন আর্তেতা। সেখানেও অবশ্য শিরোপা রয়ে গেছে অধরাই।

ইউরোপে নিজেকে প্রমাণ করতে চান কি-না, জানতে চাইলে গানার্স কোচের উত্তর: “অবশ্যই। নিজেদের ফিরে পেতে চাইলে আমাদের ইউরোপীয় প্রতিযোগিতায় ফিরতেই হতো। আমরা শক্তভাবেই ফিরে এসেছি।”

“আমরা এখনো সেই সাফল্য পাইনি কিন্তু আমাদের থেমে গেলে চলবে না।”

“বি” গ্রুপে চার ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে আর্সেনাল। গ্রুপপর্বে দুইবার সেভিয়া ও একবার পিএসভিকে হারানো দলটি হেরেছে লেন্সের বিপক্ষে।

আজ জয় পেলে সেটি হবে আর্তেতার শিষ্যদের জন্য প্রতিশোধ।

About

Popular Links