Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, এক দিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে নিজের নাম বাদ দিতে বোর্ডকে অনুরোধ করেছেন ওপেনার তামিম ইকবাল। তার এ অনুরোধ আন্তর্জাতিক অঙ্গন থেকে তামিমের অবসর নেওয়ার গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, এক দিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম।

তবে বিশ্বকাপসহ বাংলাদেশের বেশিরভাগ সিরিজে অংশ নেননি তামিম।

রবিবার (২৪ ডিসেম্বর) বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “তামিমের সঙ্গে আগেও আমাদের আলাপ হয়েছে। আপনারা হয়ত অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন বোর্ড সভাপতির সঙ্গে তার বসার কথা আছে আগামী মাসে। অর্থাৎ নির্বাচনের পরে।”

তিনি বলেন, “সে (তামিম) চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কী করতে যাচ্ছে।”

এর আগে, নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওর মাধ্যমে তামিম জানান, পারিপার্শ্বিক অবস্থার কারণে বিশ্বকাপে অংশ নেবেন না তিনি। বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়।

তবে পারিপার্শ্বিক বিষয়ে তামিম পরিষ্কার করে কিছু না জানালেও তামিমের ভিডিওর পরপরই একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ড্যাশিং ওপেনারকে নিয়ে কটাক্ষ করেন অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বকাপের পর প্রথমবারের মতো বিসিবি সভাপতির সাথে দেখা করেন তামিম।

পাপন জানান, দলের অনেক অভ্যন্তরীণ বিষয় জানানোর জন্য তার সাথে দেখা করেছিলেন তামিম। যেসব বিষয় জানতেন না বিসিবি সভাপতি।

সবার সাথে কথা বলার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন বিসিবি প্রধান।

পাপন বলেন, “আমি সমস্যার ভিত্তি জানতে চাই। এজন্য আমাকে সব পক্ষের সাথে আলোচনা করতে হবে। আমি সবার সাথে কথা বলবো ও সবকিছু জানান পর আমি সিদ্ধান্ত নিবো।”

৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করবে বোর্ড। এরপর সেটি অনুমোদনের জন্য বিসিবি সভাপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ইউনুস।

তিনি বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত করা হবে। এরপর সভাপতি সেটি দেখবেন। তামিমের জন্য আমরা অপেক্ষা করবো, যেহেতু তার নিজের পরিকল্পনা আছে। বিসিবি সভাপতির সাথে আলোচনার তার সিদ্ধান্ত সম্পর্কে আমাদের জানাবেন।”

   

About

Popular Links

x