Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

অস্ত্রোপচার শেষে আইসিইউতে কাজী সালাউদ্দিন

সফল অস্ত্রোপচার শেষে অপারেশন থিয়েটার থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সফল অস্ত্রোপচার হয়েছে। ছয় ঘণ্টারও বেশি সময় নিয়ে এই অপারেশন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু করে বিকেল ৪টায় তার বাইপাস সার্জারি সম্পন্ন করেন একদল অভিজ্ঞ চিকিৎসক।

১০ দিনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন থেকে রক্তচাপ, কাশিসহ সবকিছু নিয়ন্ত্রণে এনে বৃহস্পতিবার সকালে বাফুফে সভাপতিকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।

অস্ত্রোপচার শেষে অপারেশন থিয়েটার থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

অস্ত্রোপচার শেষে শিগগিরই কাজী সালাউদ্দিন সুস্থ হবেন বলে আশাবাদী বাফুফে ও তার পরিবার। অস্ত্রোপচার পরবর্তী সময়ে এই ক্রীড়া ব্যক্তিত্বের দ্রুত সুস্থ হওয়ার জন্যও তারা সবার দোয়া চেয়েছেন।

এর আগে ১৬ ডিসেম্বর বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচন করেন। এরপর বাসায় ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরদিনই ভর্তি হন হাসপাতালে। চিকিৎসকরা সালাউদ্দিনের বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন। কিন্তু তার কাশি ও অন্যান্য জটিলতার কারণে অপারেশন কয়েক দফা পেছানো হয়। আজ সেই অপারেশন সম্পন্ন হয়েছে।

   

About

Popular Links

x