বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবার সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হন পাপন। এর আগে, গত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার ৩৭ জন সদস্য শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান।
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন।