Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

রোনালদোর সাথে লড়াই বিশ্বকাপে নয়, লীগে: সুয়ারেজ

উরুগুয়ের তারকা সুয়ারেজের মতে, রোনালদোর সঙ্গে তাঁর প্রতিযোগিতাটা কেবলই স্প্যানিশ লিগে সীমাবদ্ধ। বিশ্বকাপ প্রসঙ্গটা আলাদা।

আপডেট : ৩০ জুন ২০১৮, ০৮:৩৬ পিএম

বিশ্বকাপে উন্মদনা যেমন রয়েছে। তেমনি লীগ প্রতিযোগিতায় রয়েছে ট্রপি দখলের উন্মদনা। লীগ প্রতিযোগিতার খেলাটা বিশ্বকাপ থেকে একটু ভিন্ন। কারণ লীগে খেলোয়াড়রা খেলেন অনেকটা ক্লাবের স্বার্থে। কিছু বিশ্বকাপটা নিজ দেশের সম্মানের জন্য লড়ে থাকেন খেলোয়াড়রা।  

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলোয়াড়দের লড়াই হয় লীগ পর্যায়ে। কিন্তু প্রতিটি খেলোয়াড় খেলেন নিজ দেশের হয়ে। ক্লাবে ব্যক্তি প্রতিযোগিতা থাকে তুঙ্গে। কিন্তু, বিশ্বকাপে মাথায় থাকে নিজ দেশের সম্মান। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এদুটি ক্লাবের হয়েই স্প্যানিশ লিগে মুখোমুখি হন মেসি- ভাসানো- ইসকো-সুয়ারেজ-রোনালদো। 

ক্লাবের গর্ব ও সম্মান লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও থাকে প্রতিযোগিতা। রিয়াল মাদ্রিদ এবং দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর লুইস সুয়ারেজ আজ বিশ্বকাপেও মুখোমুখি হবে নিজ দেশের জার্সিতে। লিগে সব সময়ই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই চলে দু’জনের মধ্যে। আজও কি তার ব্যতিক্রম হবে রোনালদো-সুয়ারেজের ক্ষেত্রে?

উরুগুয়ের তারকা সুয়ারেজের মতামত ভিন্ন। তার মতে, রোনালদোর সঙ্গে তাঁর প্রতিযোগিতাটা কেবলই স্প্যানিশ লিগে সীমাবদ্ধ। বিশ্বকাপ প্রসঙ্গটা আলাদা। 

সুয়ারেজের মন্তব্য, ক্লাব ও জাতীয় দল দুটি ভিন্ন বিষয়। তিনি জানান, ক্লাবে রোনালদোর সঙ্গে প্রতিযোগিতাটা অনেকটাই ভিন্ন। সেটিকে দেশের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ক্লাবের চেয়ে দেশ অনেক বড় বিষয়এই ম্যাচে আমাদের দুজনের মাথাতেই থাকবে দেশের সাফল্যদেশের সম্মান। আমরা সবাই এখানে নিজেদের দেশের হয়ে লড়তে এসেছি'। 

আজ (৩০ জুন) সোচির ফিস্ট স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে উরুগুয়ের মুখোমুখি হবে পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে গড়াবে ম্যাচটি। 

   

About

Popular Links

x