Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

টেক্টর-বার্লের ব্যাটে সিলেটের জয়

এ নিয়ে এ আসরে তৃতীয় জয়ের দেখা পেলো সিলেট

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা।

এ নিয়ে এ আসরে তৃতীয় জয়ের দেখা পেলো সিলেট। এই জয়ে সিলেটের পয়েন্ট ৬, আর ২ ম্যাচ কম খেলে খুলনার পয়েন্ট ৮।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক আনামুল হক (৫৮ বলে ৬৭) ও হাবিবুর রহমান সোহানের (৩০ বলে ৪৩) অপরাজিত ব্যাটিংয়ে খুলনা ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে।

সিলেটের হয়ে একটি করে উইকেট নেন সানজামুল ইসলাম, সামিত প্যাটেল ও বেনি হাওয়েল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন ১৩ রান করা সামিত প্যাটেল। এদিনও হাসেনি নাজমুল শান্তর ব্যাট। মাত্র ১৮ রানে মার্ক দয়ালের শিকার তিনি। অনুশীলনে ব্যাট হাতে ঝড় তুললেও মাঠে নিষ্প্রাণ জাকির। এরপর মিথুনের ব্যাটে ম্যাচে ফেরার পথে বাধা হয়ে দাড়ান দায়াল।

আইরিশ ব্যাটার হ্যারি টেক্টরের ৬১, অধিনায়ক মোহাম্মদ মিথুনের ২৪ ও রায়ান বার্লের অপরাজিত ৩২ রানের সুবাদে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

১৯ তম ওভারে বল করতে আসেন রুবেল। এই ওভারেই ২৪ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট। খুলনার পক্ষে মার্ক দয়াল ১৯ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট।

সিলেট ও খুলনার লড়াই ছাপিয়ে সবার নজর ছিল দুই ওপেনার এনামুল হক বিজয় ও হ্যারি টেক্টরের লড়াইয়ের দিকে। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট স্ট্রাইকার্স।

খুলনা টাইগার্স: ১৫৩/৩ (আনামুল ৬৭*, হাবিবুর ৪৩*)

সিলেট স্ট্রাইকার্স: ১৯ ওভারে ১৫৯/৫ (টেক্টর ৬১, দায়াল ৩/১৯)। ৫ উইকেটে জয়।

   

About

Popular Links

x