Friday, June 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

বেলা ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৯:৪৯ এএম

প্রথম ম্যাচে লড়াই করেও শেষ মুহূর্তে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। শনিবার (৯ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেটি অবধারিতভাবে হয়ে গেছে সিরিজ নির্ধারণী ম্যাচ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। সিরিজে এখনও পর্যন্ত সমতা বিরাজ করায় দুই দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ।

সিরিজের প্রথম ম্যাচে শেষ বলের রোমাঞ্চে হেরেছিল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেন সাদিরা সামারাবিক্রমা। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন জাকের। এই তরুণের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বাংলাদেশ হেরেছিল ৩ রানের ব্যবধানে।

দ্বিতীয় ম্যাচে লঙ্কানরা আগে ব্যাট করে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশকে। দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।

   

About

Popular Links

x