Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

টি-টোয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৫:২৯ পিএম

ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই হারের পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার (৩১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।

ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ ২০ ওভারে তোলে ৪ উইকেটে ১২৬ রান। ৭ চারে ৬৪ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা। মুর্শিদা খাতুন ও ফাহিমা খাতুনের সঙ্গে তিনি গড়েন দুটি অর্ধশত রানের জুটি।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার অ্যালিসা হিলির ৬৫ ও বেথ মুনির ৫৫ রানের অপরাজিত ইনিংসে সহজ জয় তুলে নেন অস্ট্রেলিয়ার মেয়েরা।

হিলি তার ৪২ বলের ইনিংসে এক ছয় ও ৯ চার মারেন। মুনি ৩৬ বল খেলে ৯টি চার মেরেছিলেন। ১৩ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

সাত বোলারকে দিয়ে বল করিয়েও কোনো সাফল্য পাননি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১০ উইকেটেই হারতে হয়েছে। টি-টোয়েন্টিতে আগে কেবল একবারই ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ, গত বছর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

যদিও ওয়ানডে সিরিজে কোনো ম্যাচেই দলীয় স্কোর শতকের ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। তবে এই ম্যাচে ১২৬ রানের যে, পুঁজি সেটিই একমাত্র অর্জন।

   

About

Popular Links

x