Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাড়ি দুর্ঘটনায় আহত পাকিস্তানি দুই নারী ক্রিকেটার

গাড়ি দুর্ঘটনায় আহত পাকিস্তানি দুই নারী ক্রিকেটার

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পিএম

পাকিস্তান জাতীয় দলের দুই নারী ক্রিকেটার বিসমাহ মারুফ ও গুলাম ফাতিমা গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

এ মাসে ঘরের মাঠে উইন্ডিজ নারী দলের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সীমিত ফরম্যাটের সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজকে সামনে রেখেই জাতীয় দলের ক্যাম্পে ছিলেন বিসমাহ ও ফাতিমা। সেখানেই আহত হন তারা।

দুজনকেই তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের বোর্ডের চিকিৎসক দলের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পিসিবি বিবৃতিতে জানিয়েছে, আঘাত গুরুতর নয়। সামান্য আহত হয়েছেন তারা। তাৎক্ষণিকভাবে শুশ্রূষার পর তারা এখন বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। 

উইন্ডিজের বিপক্ষে এপ্রিলের ১৮ তারিখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে সিরিজ। শেষ হবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি দিয়ে। এই সিরিজে বিসমাহ ও ফাতিমার ওপর অনেকটা নির্ভর করবে পাকিস্তানের সাফল্যে।

সবশেষ সিরিজে ৩ ম্যাচের সিরিজে বিসমাহ ৮৯ রান করেন। তৃতীয় ওয়ানডেতে খেলেন ৬৮ রানের ইনিংস, যে ম্যাচটিতে সুপার ওভারে গিয়েছিল পাকিস্তান। অন্যদিকে ফাতিমা সেই সিরিজে উইকেট নেন ৬টি, যা সিরিজে সর্বোচ্চ।

পাকিস্তানের হয়ে ১৩৩ ওয়ানডে খেলেছেন বিসমাহ, রান করেছেন ৩২৭৮। টি-টোয়েন্টি খেলেছেন ১৪০টি, রান ২৮৯৩। ফাতিমা জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন ১৫টি, উইকেট পেয়েছেন ২৭টি। ৫টি টি-টোয়েন্টি খেলে উইকেট ২টি।

   

About

Popular Links

x