Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

মৌসুমের শেষ এল ক্লাসিকোয় রাতে মুখোমুখি রিয়াল-বার্সা

ইউসিএলের সেমিতে উঠে ফুরফুরে রিয়াল, পিএসজির কাছে হেরে বিদায় নিয়ে স্বপ্নভঙ্গ বার্সার। এবার রিয়াল-বার্সা মুখোমুখি হচ্ছে লা লিগায়; মৌসুমের শেষ এল ক্লাসিকোতে

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১০:২৪ পিএম

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। স্বভাবতই ক্লাবটি এখন ফুরফুরে মেজাজে। লা লিগাতেও ক্লাবটি শিরোপার লড়াইয়ে; ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের সবার শীর্ষে রিয়াল। টেবিলের দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে রিয়ালের পয়েন্ট ব্যবধান ৮। এমন নির্ভার রিয়ালের সঙ্গে রাতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ফুটবল বিশ্বও সাক্ষী হতে যাচ্ছে আরেকটি এল ক্লাসিকোর। এটিই হবে এ মৌসুমের শেষ এল ক্লাসিকো।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রবিবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই ম্যাচে রিয়াল জিতে গেলে বার্সালোনার সঙ্গে ব্যবধান বেড়ে হবে ১১। এমনটি হলে শিরোপা দৌড় থেকে ছিটকে পড়বে বার্সেলোনা।

পিএসজির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিতে এলেও নিজেদের মাঠে দ্বিতীয় লেগে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে জিতলে সেই হারের ক্ষত অনেকটাই ভুলে থাকতে পারবে জাভি হার্নান্দেজের দল। এতে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমে হবে ৫। শিরোপার স্বপ্নটা অন্তত হলেও টিকে থাকবে তাদের।

লা লিগায় এখন পর্যন্ত সমান ৩১ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৮, আর বার্সেলোনার ৭০। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৬৮। ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চারে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

যদিও অবিশ্বাস্য কিছু না ঘটলে লিগের বাকি ৭ ম্যাচে ৮ পয়েন্টের ব্যবধান কাটিয়ে বার্সার শিরোপা জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। 

এদিকে, বার্নাব্যুর ম্যাচটি হতে পারে কোচ হিসেবে জাভির শেষ এল ক্লাসিকো। মৌসুম শেষেই বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছেন জাভি।

About

Popular Links