পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে জিম্বাবুয়েকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। জয়ের অনেক কাছাকাছি এসেও হতাশ হয়েছে জিম্বাবুয়ে।
ম্যাচের শেষ দিকটা ছিল বেশ নাটকীয়। জিততে জিম্বাবুয়ের শেষ ওভারে লাগতো ১৪ রান। সাকিব আল হাসান বল হাতে নিয়ে দারুণ ভূমিকা রাখলেন। যদিও ব্লেসিং মুজারাবানি তৃতীয় বলে ছক্কা মেরে বাংলাদেশকে ভয় ধরিয়ে দেন। চতুর্থ ডেলিভারিতে ওয়াইড দিলেও জাকের আলী দারুণ দক্ষতায় স্টাম্পিং করেন তাকে।
শেষ তিন বলে লাগে ৬ রান। ক্রিজে আসেন রিচার্ড এনগারাভা। নতুন ব্যাটারকে নিচু বাউন্সে বোল্ড করেন সাকিব। ফলে ওয়েলিংটন মাসাকাদজার ৮ বলে ১৯ রানের ক্যামিও ছাপিয়ে ৫ রানের জয় পায় বাংলাদেশ। ১৪৪ রানের লক্ষ্যে ১৩৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ৪-০ তে।
প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরে ৪ ওভারে ৩৫ রান খরচায় সাকিব তুলে নেন ৪ উইকেট। তার সঙ্গে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান মোস্তাফিজের। এছাড়া তাসকিনও নিয়েছেন ২টি উইকেট।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন জোনাথান ক্যাম্পবেল। ব্যাটিংয়ে নাটকীয় ধসে ১৪৩ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ পরে ফিল্ডিংয়েও ছিল ছন্নছাড়া। অন্তত ৪টি ক্যাচ ছেড়ে দেয় তারা।