Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

সালাম মুর্শেদীকে ফিফার জরিমানা

বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি

আপডেট : ২৩ মে ২০২৪, ০৯:০৩ পিএম

ফিফা প্রদত্ত অর্থে অনিয়মের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে ১০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা করেছে বিশ্ব ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা।

বৃহস্পতিবার (২৩ মে) ফিফার ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জরিমানার কথা জানানো হয়।

এছারাও ফিফা বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা ও তিন বছরের জন্য ফুটবল সংক্রান্ত সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে। একই সঙ্গে বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমানকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা ও দুই বছরের জন্য ফুটবল সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, আর্থিক জালিয়াতির অভিযোগে ২০২৩ সালের এপ্রিলে আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে সাজার মেয়াদ তিন বছরের কথা উল্লেখ করা হয়েছে। তবে ফিফা তখন অর্থ কমিটির প্রধান সালাম মুর্শেদীর ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি।

   

About

Popular Links

x