আবারও ব্যর্থ বাংলাদেশ দলের ব্যাটিং। একদিনের ব্যবধানে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে বসেছে। টানা দুই হারে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে হারের “সেঞ্চুরির” রেকর্ড গড়ল বাংলাদেশ।
জিম্বাবুয়ের পর যুক্তরাষ্ট্রের কাছে হার। এমন ব্যর্থতার কারণও জানা নেই সাকিবের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, “আমি জানি না। আমি জানলে দলকে বলতাম, তাহলে ফলাফল অন্য রকম হতো।”
সিরিজ হারের বিষয়ে সাকিব বলেছেন, “হারাটা অবশ্যই হতাশার। যেকোনো ম্যাচ হারাটাই হতাশাজনক। কেউই আশা করেনি দুইটা ম্যাচ আমরা হেরে যাব। অবশ্যই হতাশাজনক আমাদের জন্য। কৃতিত্ব যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে তারা যেভাবে খেলেছে।”
দলের মূল সমস্যাটা আসলে কোথায়? জানতে চাইলে সাকিবের কাঠখোট্টা উত্তর, “আমি বলতে পারব না। এটার জবাব আমার কাছে নেই।”
সাকিব মনে করেন, বিশ্বকাপের আগে তাদের সামনে সুযোগ হতাশাজনক পারফরম্যান্স কাটিয়ে ওঠার। তিনি বলেন, “এখানে আমরা বিশ্বকাপ খেলতে এসেছি। এটি আমাদের জন্য জেগে ওঠার ডাক হতে পারে। কারণ আমরা যেভাবে চেয়েছি সেভাবে খেলতে পারিনি।”
যুক্তরাষ্ট্র সিরিজটি ছিল বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ। সেটিই হেরে বসায় বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো কিছু করবে, এ নিয়ে আশাবাদী হওয়া একটু কঠিনই।
নাজমুল ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চে এসে ৬ রানের হার নিয়ে বলেন, “সত্যি কথা বলতে, আমরা ভালো ক্রিকেট খেলিনি। তবে আমাদের হাতে আরও একটা ম্যাচ আছে। আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব।”