Tuesday, June 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

অবশেষে বরখাস্ত হলেন জাভি

বার্সেলোনার কোচ হওয়া নিয়ে এখন আলোচনায় বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যান্সি ফ্লিক

আপডেট : ২৪ মে ২০২৪, ০৭:২৩ পিএম

অবশেষে বরখাস্ত হলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। শুক্রবার (২৪ মে) ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বার্সা।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমগুলোর খবর, জাভির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক বায়ার্ন মিউনিখ ও জার্মানির কোচ হ্যান্সি ফ্লিক।

গত জানুয়ারিতে জাভি হার্নান্দেজ মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। পরে অবশ্য জাভি জানান, এখনই যাচ্ছেন না। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

তবে এর মাঝে আবার ক্লাবের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন দেখা দেয় জাভির।

এমন পরিস্থিতিতে জাভির বিকল্প হিসেবে হ্যান্সি ফ্লিককেই পছন্দ বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার।

এ মৌসুমে লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে হতাশ করেছে বার্সেলোনা। রিয়ালের কাছে লিগ হাতছাড়াসহ কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকে জাভির শিষ্যদের বিদায় নিতে হয়েছে।

জাভির অধীনে ১৪১টি ম্যাচ খেলেছে কাতালানরা। এর মধ্যে ৮৯ জয়, ২৯ পরাজয় ও ড্র ২৩ ম্যাচে। একই সময়ে বার্সা ঘরে ‍তুলেছে একটি লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ শিরোপা।

About

Popular Links